ব্যবহার নির্দেশনা

নতুন দরদাতা নিবন্ধনঃ
  • উপরের মূল মেনুর ডান পাশে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। নতুন দরপত্র গ্রহীতা নিবন্ধন ফরম দেখা যাবে। উক্ত ফরমে ইউনিকোড বাংলায় প্রতিষ্ঠানের নাম (লাইসেন্স অনুযায়ী)/ব্যাক্তির নাম (এনআইডি অনুযায়ী), ইংরেজিতে ই-মেইল আইডি(যা পরবর্তীতে লগইন আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য ব্যবহৃত হবে) এবং ইংরেজিতে পাসওয়ার্ড(লক্ষ্য রাখুন যেন CapsLock Key off থাকে) প্রদান করতে হবে।
  • প্রয়োজনে সাধারণ শর্তাবলী দেখা যেতে পারে। সকল শর্তাবলীর সাথে একমত চেকবক্স ক্লিক করে বাটনে ক্লিক করুন।
  • সফলভাবে নিবন্ধিত হলে নোটিফিকেশন দেখাবে এবং ব্যবহারকারী লগইন ফরম দেখা যাবে।
দরদাতা লগইনঃ
  • উপরের মূল মেনুর ডান পাশে লগইন করুন বাটনে ক্লিক করুন। ব্যবহারকারী লগইন ফরম দেখা যাবে।
  • ফরমে লগইন আইডি(ই-মেইল আইডি), পাসওয়ার্ড এবং প্রদত্ত দুইটি সংখ্যার গাণিতিক ফলাফল(ইংরেজিতে)প্রদান করে বাটনে ক্লিক করুন।
  • পাসওয়ার্ড ভূলে গেলে পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিককরে পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন।
  • সফলভাবে লগ ইন হলে আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন।
প্রোফাইল আপডেটঃ
  • নিলামে অংশগ্রহনের পূর্বে অবশ্যই প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল সম্পূর্ন আপডেট না হলে কোন নিলামে অংশগ্রহণ করা যাবে না।
  • প্রোফাইল আপডেট করতে বাটন অথবা উপরের ডান পাশের ব্যাক্তি/প্রতিষ্ঠানের নামের মেনুতে ক্লিক করে প্রোফাইল পরিবর্তন বাটনে ক্লিক করলে একটি ফরম দেখতে পাবেন। সেখানে ব্যাক্তি/প্রতিষ্ঠানের ঠিকানা, এনআইডি/লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর (১১ সংখ্যার) এবং ব্যাক্তির ক্ষেত্রে এনআইডি (পিডিএফ) অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স (পিডিএফ) কপি প্রদান করে বাটনে ক্লিক করে প্রোফাইল আপডেট করুন।
  • এখন আবার একই মেনুতে গিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। সেজন্য নম্বর ভেরিফাই করুন এ ক্লিক করলে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি এসএমএসের মাধ্যমে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে এবং একই সাথে উক্ত কোড প্রদানের জন্য একটি ফরম আসবে। ফরমে আপনার মোবাইলে প্রাপ্ত এসএমএসের কোডটি প্রদান করে বাটনে ক্লিক করলে মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং প্রোফাইল সম্পূর্ন আপডেট হবে।
নিলামে অংশগ্রহনঃ
  • লগ ইন শেষে চলমান নিলাম সমূহ বাটনে ক্লিক করলে চলমান নিলাম সমূহ দেখতে পাবেন।
  • সেখানে কোন নিলামে অংশগ্রহন করতে হলে অংশগ্রহন বাটনে ক্লিক করুন। নিলামের মূল্য প্রদানের জন্য একটি ফরম আসবে। সেখানে প্রত্যেকটি আইটেমের একক মূল্য প্রদান করুন এবং শেষে জমা করুন। ফরমটি একবার জমা হয়ে গেলে আর কোন পরিবর্তন সম্ভব হবে না।
  • এখন সিডিউলের মূল্য ও জামানত বাবদ দরপত্র আহ্বানকারী কর্তৃক নিলামে উল্লিখিত ব্যাংক একাউন্ট নাম্বারে EFTN/RTGS/NPSB এর মাধ্যমে জমাকৃত অর্থের তথ্য, ব্যাক্তির ক্ষেত্রে এনআইডি (পিডিএফ) অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স (পিডিএফ), আয়কর সনদপত্র (পিডিএফ), ভ্যাট নিবন্ধন সনদপত্র (পিডিএফ) সংযুক্ত করে প্রদান করুন এবং শেষে জমা করুন। (স্ক্যানড কপি অবশ্যই পিডিএফ ফরম্যাট এবং ফাইল এর সাইজ ১০০০ কিলোবাইট এর মধ্যে হতে হবে)
  • জমা শেষে আপনার মোবাইলে একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।
  • নিলাম বিষয়ক যে কোন তথ্যের জন্য সংশ্লিষ্ট নিলামকারী দপ্তরে এবং কারিগরি সহায়তার জন্য Office hour (9am-4pm) এ 02226600936, 02226600937, 02226600938, 02226600939 (পিএবিএক্স-342,343)-এ যোগাযোগ করতে পারবেন ।